ঢাকা ১৬ই এপ্রিল, ২০২১ ইং | ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
জনকল্যাণ:-সিলেটে লকডাউন বিরোধী বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
তারা জানিয়েছেন, এই লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সব কিছু স্বাভাবিক থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত হচ্ছে না।
আজ দুপুরে লকডাউনে মার্কেট ও দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ করেছেন সিলেটের ব্যবসায়ীরা। নগরীর জিন্দাবাজার এলাকার কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ মার্কেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে নগরীর কোর্টপয়েন্টের হাসান মার্কেট এলাকায়। সেখানে মার্কেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের বিধিনিষেধ নিয়ম মেনেই তারা মার্কেট খুলতে চান। এ কারনে তারা নিয়মতান্ত্রিকভাবে মানববন্ধন করছেন।
তারা আরও জানান, এই কর্মসূচির আগে লকডাউনে মার্কেট আওতামুক্ত রাখতে সিলেটের জেলা প্রশাসক ও চেম্বারকে চিঠি দিয়েছিলেন। কিন্তু কেউ তাদের আবেদনে সাড়া দেয়নি।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech