ঢাকা ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
(২১ফেব্রুয়ারি) রবিবার সকাল ১০ঘটিকায় ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্টিত হয়।
খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখা পরিচালক মাওলানা মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সভাপতিত্ব ও অন্যতম সদস্য মুহাম্মদ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সংগঠনের সদস্য মাওলানা জুবায়ের আহমদ জাবেদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা এম এ রহীম নোমানী, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব ঝলক চক্রবর্তী, উপাধ্যক্ষ দীপংকর দাশ,ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তোরাব আলী, অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক বিজিবি মোঃ আলাউদ্দিন, আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা সহ-সম্পাদক মোঃ লুৎফুল হক লোকমান প্রমুখ।
খিদমাহ ব্লাড ব্যাংক এর কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওঃ মুস্তাকিম আল মুনতাজ তালুকদার,কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা লাবীব শাহেল ও মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা মনিরুল ইসলাম।
খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-পরিচালক জালাল আহমদ সেলিম,অন্যতম সদস্য মোঃ আজিজুর রহমান নাঈম,মাওলানা আমিনুল ইসলাম, মোঃ ওলিউর রহমান ও শেখ আব্দুল করীম প্রমুখ।
বক্তাগণ ভাষার মাসের ঐতিহাসিক এ দিনে মানবতার কল্যাণে ক্যাম্পেইন করা সহ মানবসেবায় খিদমাহ ব্লাড ব্যাংক এর অবদানের ভূয়সী প্রশংসা করেন।।
বক্তব্য শেষে রক্তদানে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে শ্রীমঙ্গল শাখার রক্তদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী রক্তদাতা শাখার অন্যতম সদস্য সিরাজ উদ্দিন তালুকদার সুমনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অতঃপর উক্ত ক্যাম্পেইনে অর্ধশতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করে ফলাফল জানিয়ে দেয়া হয়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech