ঢাকা ৫ই মার্চ, ২০২১ ইং | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
আল্লামা নূর হোসাইন কাসেমি রহ. এর তত্ত্বাবধানে পরিচালিত প্রায় সারে চার বিঘা জমির উপর প্রতিষ্ঠিত কেরানীগঞ্জের ঐতিহ্যবাহি দ্বীনি মারকাজ জামিয়াতুল কোরআন ওয়াসসুন্নাহ এর মুহতামিমের দায়িত্ব গ্রহণ করছেন আল্লামা নাজমুল হাসান কাসেমি।
আজ সোমবার সকাল ৯ টায় একটি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি মাদরাসার মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালের পর মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আলহাজ মুখলেছুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা আরিফ উল্লাহ আরিফির আবেদনে তিনি মুহতামের দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী বছর থেকে তাকমিল জামাত পর্যন্ত ছাত্র ভর্তীর ঘোষণাও দেন তিনি৷
মুফতি ফাহিম আহমদ কাসেমির পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ মুখলেছুর রহমান, মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আরিফ উল্লাহ আরিফি, মাদরাসার সকল আসাতেযায়ে কেরাম, আবনায়ে বারিধারার সদস্য সচিব মাওলানা ইসহাক কামালসহ উলামায়ে কেরাম, মাদরাসার মুহিব্বিন, অভিভাবক, এলাকাবাসি ও জামিয়ার ছাত্রবৃন্দ৷/ আওয়ার ইসলাম
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech