ঢাকা ১লা মার্চ, ২০২১ ইং | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
জনকল্যাণ:-বিয়ের প্রলোভনে বরিশালের গৌরনদীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় প্রেমিক বাপ্পি মাঝির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগি নিজেই
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠানে উপজেলার তারাকুপি গ্রামের মৃত খসরু মাঝির ছেলে বাপ্পি মাঝির (২২) সাথে ভিকটিমের পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিভিন্ন স্থানে তারা শারীরিক মেলামেশা করে।
গত ছয় মাস আগে বাপ্পি মাঝি ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। গত ৫ জানুয়ারি ভিকটিমের পেটে ব্যথা শুরু হলে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করালে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে বিষয়টি আসামি বাপ্পিকে জানানো হলে ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে বলেও অভিযোগ করা হয়।
পরে লোক লজ্জার ভয়ে মামলা দায়েরের কিছুদিন পূর্বে ভিকটিম বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন ভিকটিমকে গৌরনদীর মৌরি ক্লিনিকে ভর্তি করে। সেখানে বিষয়টি ভিকটিম পরিবারের স্বজনদের জানালে ১৭ জানুয়ারি থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, মামলা দায়েরের পর নির্যাতিতা ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। আসামি বাপ্পি মাঝিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech