শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় তবিবার মোল্যা উমর মোল্যার জমির ওপর দিয়ে পাইপ দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। জমির ফসলের ক্ষতি হচ্ছে দাবি করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।
এছাড়া রোজি (৯ মাস), শাহাজান (১৬), রমজান (১৬), ওবায়দুল্লাহ (২৩), রাশিদা বেগম (৪০), ছবিরন বেগম (৩৫), রফিক (২৫), হনুফা (৩৫), ভুলু বিশ্বাস (৩৬), ইউনুস (৫০), আকাশ (২২), তবিবার মোল্যা (৫৫), মুক্তার (১৯) ও জরিনাকে (৫০) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী আবু আহসান জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।/বাংলা নিউজ