ঢাকা ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
জনকল্যাণ:- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন জো বাইডেন। ডেমোক্র্যাট দলের এই বিজয়ী প্রেসিডেন্টের অভিষেক দিনকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে ফেসবুক।
সামাজিক যোগাযোগের এ মাধ্যমকে ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের নাশকতার উসকানি দিতে না পারে তার জন্যই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।
সম্প্রতি ফেসবুকের দুই ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন এবং মনিকা বিকার্ট এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানান।
ইতোমধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ‘স্টপ দ্য স্টিল’ লেখা সব কনটেন্ট মুছে ফেলতে ফেসবুক কাজ করছে বলে জানানো হয় বিবৃতিতে।
এর পাশাপাশি বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পসহ কোনো রাজনৈতিক দল ও ব্যক্তির পক্ষ থেকে পরিচালিত সবধরনের বিজ্ঞাপন প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। জো বাইডেনের অভিষেক এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলোর সঙ্গে ফেসবুক কাজ করছে যেন কোনো তথ্য ফেসবুকে কেউ শেয়ার করলে সেটি দ্রুত যাচাই করা যায়।
যেকোনো ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্থানীয় আইনশৃংখলা বাহিনীর সঙ্গেও ফেসবুক সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে তাদের তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে বলেও জানিয়েছে বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech