ঢাকা ২০শে জানুয়ারি, ২০২১ ইং | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জন সদস্য। ভারতীয় বিমান বাহিনীর ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নামের আকাশযানে চড়ে দিল্লি গেছেন তারা।
আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশেষ কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের ৭০ বছরের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ভারতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকছে। এ নিয়ে বেশ আনন্দিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি।
এ বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই এবার বাংলাদেশের সেনা সদস্যদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত ভারতীয় হাইকমিশনার। দুই দেশের সৌহার্দ্যের বিষয়টি উল্লেখ করে টুইটারে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে লড়েছি, একসঙ্গে পথ চলেছি। দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে পেরে আমরা গর্বিত।’
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech