ঢাকা ২০শে জানুয়ারি, ২০২১ ইং | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
জনকল্যাণ:- চাল চুরির মামলায় রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাতালবাজার থেকে র্যা ব ১৩-এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। র্যা ব সদস্যরা সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মণ্ডলকে থানায় সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার (১০ টাকা মূল্যের চাল) মনোয়ার হোসেন মণ্ডল।
তার ছেলে ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন বাবার ব্যবসা পরিচালনা করেন।
গত বছরের ৭ এপ্রিল রাতে ভেন্ডাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ওই ডিলারের গুদামঘরের সামনে থেকে ৯০ বস্তা চাল ট্রলিতে করে পাচার হচ্ছিল।
ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ গুর্জিপাড়া কলেজের সামনে থেকে ট্রলিচালক ইসমাইল (৩০), হেলপার রিয়াদ (১৮) ও শ্রমিক জাহাঙ্গীর আলমকে (২৩) চালসহ ট্রলি আটকের পর মামলা করে। মামলাটি তদন্তে ওই আ’লীগ নেতা চাল চুরিতে সম্পৃক্ত থাকায় তাকে চার্জশিটে আসামি করা হয়।
মামলায় ওয়ারেন্ট হলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র্যা ব ১৩-এর একটি অভিযানিক দল উপজেলার ভেন্ডাবাড়ি এলাকার চাতালবাজার থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে রংপুর র্যা ব কার্যালয়ে নিয়ে যায়।
পরে বিকালে তাকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। ভেন্ডাবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর ইসলাম মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, চাল চুরি মামলায় মঞ্জুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। র্যা ব সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। / যুগা
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech