ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
জনকল্যাণ:- আমরা আইন হাতে তুলে নিবো না, তবে আন্দোলন করবো বলে সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী। তিনি চাঁদপুরের কচুয়ায়, ফটিকছড়ির মাইজভান্ডার, কক্সবাজারের পিএম খালী মাদরাসায় হামলা-ভাঙ্গচুর শিক্ষকদের হত্যাচেষ্টা, ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন, ৩৬ জন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দেশের বিভিন্ন স্থানে ওয়াজ, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজ রোববার রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।
এ সময় সরেজমিনে ঘটনাস্থল প্রত্যক্ষদর্শীদের থেকে বর্ণনা দেন হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী। তিনি বলেন, আমরা সরেজমিনে গিয়ে জেনেছি, সেখানে মাদরাসায় হামলা চালিয়ে মাদরাসার প্রায় ৮৩ হাজার টাকা, একজন শিক্ষকের পকেট থেকে ৫ হাজার টাকা ও মোবাইল নিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
এ সময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুর রব ইউসুফী, যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, মাওলানা শফিকুদ্দীন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech