ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২১ ইং | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮জানুয়ারী) শুক্রবার বাদ জুম্মা পল্টনস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে আল্লামা কাসেমী (রহ.)কে স্মরণ করে নেতারা বলেন, একথা বাস্তব আল্লামা কাসেমী (রহ) দায়িত্ব নেয়ার পর জমিয়ত পরিবার অনেকদূর এগিয়ে গিয়েছে। আজকে ছাত্র জমিয়তের উপস্থিতি একটি প্রানবন্ত উপস্থিতি। আমরা আশাবাদী ছাত্র জমিয়তের আজকের নতুন নেতৃত্ব দেশের প্রতিটি ইউনিটে সাংগঠনিক মজবুত ভীত গড়ে তুলতে সক্ষম হবে। ছাত্রদের চারিত্রিক উন্নতির পাশাপাশি নৈতিক চরিত্রে গড়ে তুলতে সক্ষম হবে।
তারা আরো বলেন, আমাদের হীনমন্যতায় ভুগলে চলবে না। একথা বাস্তব সত্য জীবিত আল্লামা কাসেমী থেকে মৃত আল্লামা কাসেমী (রহ.) আরো বেশী শক্তিশালী। তাঁর রুহ এত শক্তিশালী যে শাসকগোষ্ঠীও নড়েচড়ে বসেছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও আজকের ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন মুনির, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদেমানী, সাবেক ছাত্রনেতা মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
কাউন্সিলে এখলাসুর রহমান রিয়াদকে সভাপতি, মুহাম্মদুল্লাহ কাসেমীকে সিনিয়র সহ সভাপতি, হুযাইফা ইবনে ওমরকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী।
উল্লেখ, ছাত্র জমিয়ত বাংলাদেশের আজকের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু প্রশাসনিক অনুমতি না পাওয়া কারণে সদস্য সম্মেলন স্থগিত করে ৪৬ টি জেলার চার শতাধিক কাউন্সিলরদের উপস্থিতিতে জমিয়ত কার্যালয়ে আজকের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech