ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
জনকল্যাণ:- সাম্প্রতিক চাঁদপুরের তালীমুল কুরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদরাসায় সন্ত্রাসী হামলা ও ভাঙ্গচুর হয়েছে। মাদরাসার অফিসে লুটপাট ও শিশুদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। মাদরাসা শিক্ষক কুরআনের হাফেজ মাওলানা ওমর ফারুক এর উপর করা হয়েছে অতর্কিত হামলা। গত মাসের ২৯ তারিখ এ হামলার ঘটনা ঘটে। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।
আজ (৬ জানুয়ারি) বুধবার সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর প্রতিনিধি টিম গিয়েছে কচুয়া এলাকার হামলা হওয়া রহিমানগরের এ মাদরাসা পরিদর্শনে। বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এর পরামর্শে ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এর নেতৃত্বে বেফাকের প্রতিনিধিদল এ পরিদর্শনে যান।
এ সময় বেফাক প্রতিনিধি টিমে আরও ছিলেন বেফাকের সহকারী মহাসচিব মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানি, (খতিব, ৯ নং কেন্দ্রীয় জামে মসজিদ উত্তরা ঢাকা), আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের মাওলানা শামসুল ইসলাম জিলানি, চাঁদপুর জেলা বেফাক সাধারণ সম্পাদক মাওলানা ত্বহা খান, বেফাকের আমেলা সদস্য, চাঁদপুর জাফরাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা খাজা আহমাদুল্লাহ, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ প্রমুখ।
তখন উপস্থিত ছিলেন তালীমুল কুরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ, কমিটির সভাপতি, স্থানীয় উলামায়ে কেরাম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
জানা যায়, মুরব্বিদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী করনীয় নির্ধারন করা হবে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech