ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২১ ইং | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
জনকল্যাণ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের উন্নয়নে খুশি নয়। এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ
আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ স্বনির্ভর। উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বের দরবারে বাংলাদেশ রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। তাঁর গতিশীল
নেতৃত্বে খাদ্য ঘাটতির বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। এদেশের তৈরি পোশাক সুনামের সঙ্গে বিদেশে রফতানি হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখন যারা নির্যাতন, কষ্ট সহ্য করেছেন সেই সব ত্যাগী নেতাকে দলে মূল্যায়ন করতে হবে। তবেই তৃণমূল পর্যায়ে দল সুসংগঠিত হবে। নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দলকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।
হাছান মাহমুদ বলেন, করোনা মোকাবেলা নিয়ে প্রশান্তিতে থাকার সুযোগ নেই। শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সক্ষম হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
ওয়েবে মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ সিনেমা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ওয়েবে রিলিজ দেয়া সিনেমার ক্ষেত্রে কোনো সেন্সর বোর্ড নেই। সিনেমাটি সেন্সর বোর্ড হয়ে যায়নি। একটি নীতিমালা প্রয়োজন সব কনটেন্ট প্রচারের জন্য। নীতিমালার জন্য কমিটি গঠন করা হয়েছে। পরিপত্র জারি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech