ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মা-বাবার হাত-পা বেঁধে তাদের সামনেই মেয়েকে (১৪) গণধর্ষণ করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চর আলগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে সোমবার সকালে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিরাজ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী বিবাহিত। সে চর আলগী ইউনিয়নে বাবার বাড়িতে অবস্থান করছিলো। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে সে। গভীর রাতে হঠাৎ একদল লোক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মা-বাবাসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে মা-বাবার সামনেই রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করে তারা।
এখানে ঘটনার শেষ নয়। ধর্ষণ শেষে পিটিয়ে কিশোরীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়। পরে পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়ছে। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech