ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
রাজধানী ঢাকার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব ও দেশের অন্যতম শীর্ষ আলেম শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাই ডিপেন্ডসি ইউনিট (এইচডিইউ)তে নেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) ফুসফুসে সংক্রমণ ও ঠাণ্ডাজণিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম আল্লামা কাসেমীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করছেন।
এ বিষয়ে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী উম্মাহ’কে মুঠোফোনে বলেন, গত কয়েক দিন ধরে হুজুরের শারীরিক অবস্থা অস্থিতিশীল ও অবনতির দিকে যাচ্ছিল। আজ সকালে চিকিৎসক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)তে নিয়ে চিকিৎসা দিতে পরামর্শ দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আইসিউউ বেড খালি থাকায় এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ বেড খালি হওয়া মাত্রই হুজুরকে স্থানান্তর করতে হবে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech