ঢাকা ২৪শে জানুয়ারি, ২০২১ ইং | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
গাজীপুরের শ্রীপুরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূ পোশাক কর্মী রিপা আক্তার (২৬) ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার শফিক মিলিটারির বাসায় আত্মহত্যার ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।
রিপা আক্তার ময়মনসিংহের ভালুকা উপজেলার পারুলদিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং টাঙ্গাইল সদর উপজেলার ভালুককান্দি গ্রামের শহীদ মিয়ার ছেলে লিটন মিয়ার স্ত্রী। সে স্বামীর সাথে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজার এলাকার শফিক মিলিটারির বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। তাদের সংসারে রিয়ান (৬) নামে একটি ছেলে রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, রোববার সকালে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এরপর স্বামী লিটন মিয়া ঘর থেকে বের হয়ে যায়। পরে স্ত্রী রিপা আক্তার ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে বলে অভিযোগ করেন তার স্বামী লিটন মিয়া।
নিহতের স্বামী লিটন মিয়া জানান, ঝগড়া ও কথা কাটাকাটির পর আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে রিপা দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষন পর ফিরে এসে ডাকাডাকি করে দরজা না খুললে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, নিহতের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আতন্তহত্যা।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech