ঢাকা ২০শে জানুয়ারি, ২০২১ ইং | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটগ্রহণ এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গণনার পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে এখনো হার স্বীকার করেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন শুরুর অনেক আগে থেকেই ভোট কারচুপির অভিযোগ তুলে আসছিলেন তিনি।
নির্বাচন শেষ হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন। কমলা হ্যারিসকে সাথে নিয়ে বিজয় ভাষণ দিয়েছেন। বিশ্বনেতাদের একের পর এক অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন ৭৭ বছর বয়সী বাইডেন। কিন্তু তারপরও নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ শেষ হয়নি। রোববারও ডেমোক্র্যাটদের চোর বলে অভিহিত করেছেন ট্রাম্প।
রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন,‘আমরা মনে করি এই লোকগুলো (ডেমোক্র্যাট নেতা-কর্মীরা) চোর। শহরের সকল ভোট যন্ত্রগুলো দুর্নীতিগ্রস্ত। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, স্পষ্টতই এটা চুরির নির্বাচন ছিল। কারণ কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন; যা কল্পনাতেও অসম্ভব।’
কোনোভাবেই প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার করে এখনো কোনো বক্তৃতাও দেননি তিনি। তাই তো ফের ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে ট্রাম্প টুইটে আরো দাবি করেছেন, ‘ওরা যা চুরি করতে চেয়েছিলেন সেটা করতে পেরেছেন। আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
তবে ট্রাম্পের এমন অভিযোকে একেবারেই পাত্তা দিতে নারাজ বাইডেনের ডেমোক্র্যাট শিবির। ট্রাম্পের কথায় কান না দিয়ে জয়ের আনন্দ উপভোগ করছেন তারা।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech