ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ ইং | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
নবী হোসেন:: ছাত্রনেতা মোহাম্মদ উল্লাহ বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কক্সবাজার শহরে ০৫ ওয়ার্ডে চারশো এর অধিক মানুষকে ব্লাড গ্রুপ নির্ণয় করেন দক্ষিণ চট্টলার বৃহত্তর সেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি টিম।প্রোগ্রামটি সকাল ১০
টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জনাব রুস্তম আলী চৌধুরী, মোহাম্মদ উল্লাহ
সহসভাপতি বাকঁখালী বহুমুখী সমবায় সমিতি,
কলিম,হেলাল মওলানা মাহমুদুল হক সহ প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার ব্লাড
ডোনার’স সোসাইটির টিম লিডার ইমরান হোসেন নবী,কার্যকরী সদস্য সহটিম লিটার হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য, সহকার্যকরী সদস্য সাদ্দাম হোছেন, রবিউল, উম্মি,হেলাল রিয়াদ,বোরহান, ফকরুলসহ
সদস্যবৃন্ধ।
বাকঁখালী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের খাবার খতমে কোরআন এবং চারশো এর অধিক মানুষকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি করেন সহযোগিতায় কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি।
তিনি বলেন প্রতি বছর বাবার মৃত্যুবার্ষিকীতে ভিন্ন ধর্মী কিছু আয়োজন করে
থাকি তারই প্রেক্ষিতে মানবসেবামূলক
দক্ষিণ চট্টালার বৃহত্তর সেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি
প্রোগ্রামটি হাতে নেওয়া হয়েছে।
এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওনা মাহমুদুল হক বলেন, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি এই রকম কিছু মানবিক কাজ ও বিভিন্ন মানবিক প্রোগ্রাম দেখে
ভালই লাগে, অন্য দিকে এলাকার বিশিষ্টজনরা বলেন এর আগে তাদের রক্তের গ্রুপ জানা ছিলো না, তারা নিজের এলাকায় এমন একটি প্রোগ্রাম দেখে নিজের মূল্যবান রক্তের গ্রুপ জেনে খুবই
ভালো লাগলো এবং এবং তারা রক্তদানের
ইচ্ছে পোষণ করেন।
কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির আজকের প্রোগ্রামের টিম লিটার ইমরান হোসেন নবী ও সহ টিম লিটার হেলাল উদ্দিন বলেন আমাদের সংগঠন
সমাজসেবামূলক কাজে বিশ্বাসী, সমাজের
মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা আমাদের মূল
উদ্দেশ্য, তারা উক্ত প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন
হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech