ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থীরা বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, উপজেলা বিএনপি নেতা মো. মতছির আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রমজান আলী, মো. আরকান আলী রাজা ও ঐ ওয়ার্ডের প্রয়াত মেম্বার মো. ছোরাব আলীর ভাতিজা মো. আব্দুল হক, শ্রমিক লীগ নেতা মো. রুহুল আমিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য রয়েছে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছোরাব আলীর মৃত্যুবরণ করলে ঐ ওয়ার্ডের সদস্য পদ শুন্য হয়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech