ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২১ ইং | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের উপর পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের পক্ষে এ নিন্দা জানান ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ। এছাড়াও নূরের বিরুদ্ধে করা ধর্ষণের মামলা কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অবিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ছাত্রজনতার আন্দোলন সংগ্রামকে নৈতিকভাবে মুকাবেলায় ব্যর্থ হয়ে উল্টো কন্ঠরোধ করতে এধরনের হীন পন্থা অবলম্বন করা দুঃখজনক। তাই মামলা হমলার পথ পরিহার করে অবাধ বাক-স্বাধীনতা নিশ্চিত করতে ক্ষমতাসীনদের প্রতি আহবান জানাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
গতকাল সন্ধায় শান্তিপূর্ণ প্রতিবাদে ভিপি নুরসহ অন্যান্যদের উপর পুলিশের হমালার নিন্দা জানিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জোর দাবি জানানো হয় বিবৃতিতে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech