ঢাকা ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
মীম সালমান, বিশেষ প্রতিনিধি :সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের দনা রাতাছড়া এলাকায় অসহায় এক পরিবারের যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পাশবিকতার স্বীকার যুবতীর পরিবার কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে।
ভিক্টিমের মায়ের সাথে যোগাযোগ করে জানা যায়, আজ সকালে লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের দনা রাতাছড়ার আবুল কালামের যুবতী মেয়েকে একই গ্রামের তরফ আলীর ছেলে রহিম উদ্দিন ঐ মেয়ের ঘরে প্রবেশ করে ঘরে থাকা আবুল কালামের যুবতী মেয়ের মুখে গামছা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। যুবতী এসময় চিৎকার করলে বাহিরে কাজে থাকা মা দৌড় দিয়ে ঘরে আসলে রহিম উদ্দিন পালিয়ে যায়।
ভিক্টিমের মা জানান, আমি একজন অসহায় মহিলা, আমার বড় মেয়ে ও ছোট মেয়েকে ঘরে রেখে আমি বাড়ির বাহিরে সাংসারিক কাজ করতে যাই। এমন সময় আমার মেয়ের চিৎকার শুনে ঘরের দিকে দৌড়ে আসার সময় দেখি রহিম উদ্দিন পালিয়ে যাচ্ছে। পরে ঘরে এসে মেয়ের কাছ থেকে সকল বিষয় শুনতে পাই। যুবতীর মা জানান, আমি থানায় মামলা করেছি, আমি অবিলম্বে সুষ্ঠু বিচার চাই।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech