ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০
বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা (২ আসনের) সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়ী ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১০ আগষ্ঠ) সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। জানাগেছে, সকাল ১১ টায় স্থানীয় সংসদ সদস্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সামনে পৌছামাত্র উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর করে বলে সংসদ সদস্য দাবি করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট। তিনি বলেন, এমপি সাহেব জনবিচ্ছিন্ন হয়েছেন সাধারণ জনগণ তাঁর গাড়ী ভাংচুর করেছে শুনে আমরা তাকে নিরাপদে নিয়ে এসেছি। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. পংকি খান বলেন, এমপি সাহেবের গাড়ী যারা ভাংচুর করেছে এটা খুবই দুঃখ জনক। গাড়ী ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, যারা এ ঘটনা করেছে এটা নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি ওসি সাহেবকে বলেছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করতে। সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে কিছু উৎশৃঙ্খল আওয়ামী লীগ নেতাকর্মীরা আমার গাড়ী ভাংচুর করে। কেন এমন ঘটনা করল বুঝে উঠতে পারলাম না।
তিনি বলেন, আমি এঘটনার সুষ্ঠ বিচার চাই এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech