ঢাকা ২০শে জানুয়ারি, ২০২১ ইং | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
আদিল আহমদ,স্টাফ রিপোর্টার:-আজ ০৫ আগষ্ট ২০২০ইং রোজ বুধবার দুপুর ১২.৩০ মিনিটে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উপজেলা মিলনায়তনে জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান – উপদেষ্টা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সিলেট জেলা শাখা। বিশেষ অতিথি জনাব জামাল মিয়া – সভাপতি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সিলেট জেলা শাখা, জনাব শাহ আলম -সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সিলেট জেলা শাখা, আরো উপস্থিত ছিলেন জনাব
ইজ্জত উল্লাহ – সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সিলেট জেলা শাখা, জনাব ইউসুফ আলী – কোষাধ্যক্ষ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সিলেট জেলা শাখা, জনাব দুলাল আহমদ – সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সিলেট জেলা শাখা, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা/ ইউনিয়নের দফাদার, মহল্লাদারবৃন্দ।
সম্মেলনে বিস্তারিত আলোচনার পর উপস্থিত নেতৃবৃন্দ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশের দাবী- দাওয়া আদায় ও সচেতন করার জন্য উপজেলা কমিটির বিকল্প নেই বলে জানান।
তাই উপস্থিত গ্রাম গ্রাম পুলিশ সদস্যবৃন্দ অপেন হাউজে একই শুরে জানান যে, মোঃ আব্দুর রব কে সভাপতি ও উপজেলা গ্রাম পুলিশের প্রতিনিধি করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠণের কথা জানান এবং তা সিধান্তক্রমে তা গৃহিত হয়।
গঠিত কমিটির মেয়াদকাল ০৩ বছর থাকিবে বলে জানান।
গোয়াইনঘাট উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কমিটি নিম্নে তুলে ধরা হলো
উপদেষ্টা কমিটিঃ
১. মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ (ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,গোয়াইনঘাট)
২. মোঃ আবুল খায়ের ( ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১০নং পশ্চিম আলীরগাঁও ইউ/পি,গোয়াইনঘাট)
৩. মোঃ বশির উদ্দিন (বীর মুক্তিযুদ্ধা ও দফাদার,গোয়াইনঘাট)
গঠিত কার্যনির্বাহি কমিটিঃ
১. আব্দুর রব- সভাপতি (দফাদার-১০নং ইউ/পি)
২. মোহাম্মদ আলী- সিনিয়র সহ-সভাপতি (দফাদার-৯নং ইউ/পি)
৩. শ্রী সনজিত রায়- সহসভাপতি (মহল্লাদার-৩নং ইউ/পি)
৪. মোঃ জিয়া উদ্দিন- সাধারণ সম্পাদক (মহল্লাদার-৪নং ইউ/পি)
৫. মোঃ গিয়াস উদ্দিন- সহ-সাধারণ সম্পাদক (মহল্লাদার-৪নং ইউ/পি)
৬. মোঃ বাবুল মিয়া- কোষাধ্যক্ষ (মহল্লাদার-৬নং ইউ/পি)
৭. গিয়াস উদ্দিন- সাংগঠনিক সম্পাদক (মহল্লাদার-৭নং ইউ/পি)
৮. বিনন্দ বিশ্বাস (সহ- সাংগঠনিক সম্পাদক)
৯. মোঃ মতিউর রহমান
(ধর্ম সম্পাদক)
১০. মোঃ জুনাব আলী ( আইন ও সালিশ বিষয়ক সম্পাদক)
১১. মোঃ মইন উদ্দিন (সহ- আইন ও সালিশ বিষয়ক সম্পাদক)
১২. মোছাঃ রাসনা বেগম (মহিলা বিষয়ক সম্পাদক)
১৩. মোছাঃ মনিরা বেগম (সহ- মহিলা বিষয়ক সম্পাদক)
১৪. মোঃ আল আমিন (যুব ক্রীড়া সম্পাদক)
১৫. মোঃ আব্দুল কাদির (প্রচার সম্পাদক)
১৬. মোঃ কালা মিয়া(সম্মানিত সদস্য)
১৭. সবুর মিয়া(সদস্য)
১৮. নুর ইসলাম(সদস্য)
১৯. মোঃ আব্দুল করিম(সদস্য)
২০. মোঃ বাচ্চু মিয়া(সদস্য)
২১. শ্রী গপেশ বাবু(সদস্য)
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech