ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২১ ইং | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
প্রতি বছরের মতো এবারও জিলহজের ৯ তারিখ পবিত্র কাবার গিলাফ পরিবর্তন সম্পন্ন করেছে হারামাইন কর্তৃপক্ষ।
সৌদি নিউজ এজেন্সিতে প্রকাশিত তথ্য মতে, পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ গতকাল বুধবার কিং আবদুল আজিজ কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় কাবার নতুন গিলাফ পরিবর্তন সম্পন্ন করে। গিলাফ পরিবর্তনের বিশেষ দল দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করে।
পবিত্র কাবার গিলাফ (কিসওয়াহ) বিশেষ মালবাহী গাড়িযোগে আনা হয়। গিলাফের ক্ষয়-ক্ষতি রোধে তাতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ধাতব পদার্থ। জরুরি প্রয়োজনে থাকে দক্ষ প্রযুক্তি কর্মীর দল ও বিশেষ গাড়ির ব্যবস্থা।
গিলাফের ওপর সোনার প্রলেপকৃত রূপার সুতোয় সুচারুরূপে লেখা থাকে, ‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্য। এতে আরও লিখা থাকে, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ ‘সুবহানাল্লাহিল আজিম’ ‘ইয়া দায়্যান, ইয়া মান্নান’। গিলাফটি তৈরিতে ৬৭০ কি.গ্রা. কালো বর্ণের কাঁচা রেশম, ১২০ কি.গ্রা. স্বর্ণ ও একশ কি.গ্রা রূপার তার ব্যবহার করা হয়।
সূত্র : আল আরাবিয়া
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech