ঢাকা ৬ই মার্চ, ২০২১ ইং | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদন:দক্ষিণ চট্টলার বৃহত্তর সেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি এর জন্মদিন উপলক্ষে সংগঠনের পরিচালক ও এডমিন প্যানেলের, রিশাদ,জাহাঙ্গীর এপোলো বড়ুয়া মোজাহিদ,মিনাসহ এবং সকল সদস্য কার্যকরী,সহহকার্যকরী সকল প্যানেলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ । মানবিক কাজে কক্সবাজারসহ অন্যান জেলাইও এই মানবিক সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অনেক জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।সমাজের অসহায় ছিন্নমূল মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য অন্তরে ধারন করে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে যাক নির্ভিক চিত্তে তার অভীষ্ট লক্ষ্যে-এ শুভ কামনা করছি আজ।
শুভেচ্ছান্তে
মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার পৌরসভা
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech