ঢাকা ৮ই মার্চ, ২০২১ ইং | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
সুনামগঞ্জে তৃতীয়বারের মতো ভারী বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর বিকেল পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে শহরের বিভিন্ন দিকে সুরমা নদীর পানি উপচে ঢুকে পড়ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরায় ভারী বৃষ্টি হতে পারে। যার ফলে সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পাবে। এর ফলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল সোমবার (২০ জুলাই) রাতে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে থাকলেও মধ্যরাত থেকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বিভিন্ন নদ-নদীর পানি দ্রুতগতিতে বাড়তে থাকে। আজ মঙ্গলবার বিকেলে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ও পুরাতন সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২০ মিলিমিটার।
এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় শহরের কাজির পয়েন্ট, উকিলপাড়া, উত্তর আরপিন নগর, নবীনগর এলাকাগুলোতে পানি প্রবেশ করছে।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী প্রীতম পাল বলেন, সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি হয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জে তৃতীয় দফা পানি বৃদ্ধি হওয়ায় বন্যা মোকাবেলায় সবরকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বন্যার্তদের জন্য খাবার ও আশ্রয়কেন্দ্রসহ সকল ধরণের ব্যবস্থা আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech