ঢাকা ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০
নবী হোসেন, কক্সবাজার:রামুর দূর্গম পাহাড়ি জনপদের ভিতরে কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলীর গ্রামের নিখোঁজের দুই দিন পর সেই আলোচিত মনির আহমদ কে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জনমনে স্বস্তির নিঃশ্বাস।
১৭ জুলাই শুক্রবার দুপুর ২টায় রামু থানার ওসি মো,আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রামু থানার আওতাধীন গর্জনিয়া পুলিশ ফাড়ীর আইসি আনিসুর রহমান এর দিক নির্দেশনায় এস আই হুমায়ুন এর অক্লান্ত পরিশ্রম এবং সাংবাদিকদের লেখনি সহযোগিতায় এবং এলাকার গন মানুষের দোয়ায় নিখোঁজ মনির আহমদ কে আজ (শুক্রুবার) জুলাই ভোর ৬ টায় উদ্ধার করা হয়েছে।
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের ৬ মাস আগে পুরুষাঙ্গ কাটা সে আলোচিত মনির আহমদ (৪৫)গত মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪ টা থেকে নিখোঁজ হয় ।
সে গর্জনিয়া এলাকার ডাকভাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন। আজ ভোর ৬টা দিকে রামু রাবার বাগান রাস্তার পাশে হাত পা বাধা অবস্হায় ওই এলাকার কয়েক জন পথচারী দেখতে পেলে রামু থানায় খবর দেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের এর নির্দেশনায় গর্জনিয়া ফাঁড়ীর এস আই হুমায়ুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে রামু থানায় নিয়ে আসেন।
পরে মনিরকে তার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেন।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech