ঢাকা ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০
‘মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে বলে লন্ডনের এক কনফারেন্সে পবিত্র কাবা শরীফের এক ইমাম আল-কালবানি এই কাহিনী বর্ণনা করেন।
এতে তিনি তার জীবনের একটি বাস্তবতা তুলে ধরেন। তিনি জানান, তার উপর কোনো কারণে রেগে গিয়ে তার মা আল্লাহর কাছে যে দু‘আ করেছিলেন তাই তার জীবনে সত্যে পরিণত হয়েছে। ‘মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে । ছোটবেলায় ইমাম কালবানি খুব দুষ্ট প্রকৃতির ছিলেন বলে জানালেন। দুষ্টুমি করে প্রায় সময়ই তিনি মাকে রাগাতেন।
তার মা ছিলেন একজন খোদাভীরু, দ্বীনদার আল্লাহ ওয়ালা । তিনি জানতেন মাতা পিতার দোয়া কখনো বিফলে যায় না। ইমাম আল কালবানি বলেন, তাই আমার মা কখনো আমাকে বদ-দোয়া করতেন না।তিনি আরো বলেন আমি যতই মাকে রাগাতাম তিনি ততবারই আল্লাহর কাছে দোয়া করতেন । তিনি রাগ হয়েই বলতেন আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানান ।
ইমাম আল-কালবানি বলেন আমার বিশ্বাস যে আল্লাহ জাল্লা জালালাহু আমাকে মায়ের দোয়াই কাবার ইমাম বানিয়েছেন ।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech