ঢাকা ৬ই মার্চ, ২০২১ ইং | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০
মীম সালমান:- সিলেটের কানাইঘাটে মায়ের মৃত্যুর ১২ ঘন্টা পর তার এক ছেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম এবাদুর রহমান (৫০)। তিনি কানাইঘাট সদর ইউনিয়নের মৃত শহীদ আলীর ছেলে।
গতকাল বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে মারা যান তিনি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় বার্ধক্যজনিত কারণে মারা যান কানাইঘাট সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত শহীদ আলীর স্ত্রী সিদ্দেকা বেগম (৮৫)। ১৫ জুলাই বুধবার সকাল ১০টায় সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার ছেলে এবাদুর রহমান। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবাদুর রহমানের নিকটাত্মীয় রুমান আহমদ বলেন, ‘মাকে খুব ভালোবাসতেন এবাদুর রহমান। হয়তো মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।’
এদিকে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech