ঢাকা ১৩ই এপ্রিল, ২০২১ ইং | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০
হাসানুজ্জামান:- ১১জুলাই (শনিবার) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউপির ৪নং ওয়ার্ডের প্রবীন মুরব্বী জনাব আমীন উল্লাহ তালুকদার (৮৬) সকাল আট টা ত্রিশ মিনিটের সময় করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
তারপর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নির্দেশে, ও ৪নং ওয়ার্ডের সদস্য আবু সুফিয়ানের দেওয়া তথ্য পেয়ে, তাকরীম ফিনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম জুনেদ,সহকারী টিম প্রধান এস এম কিবরিয়া, সিনিয়র সদস্য মাওলানা মাহফুজুর রহমান, সিনিয়র সদস্য আলমগীর আহমদ, সিনিয়র সদস্য নিজাম উদ্দীন,সদস্য মো: শিপন মিয়া ও সদস্য মো: সেলিম আহমদ উপস্থিত হন।
নিরাপদ দূরত্ব বজায় রেখে বিকাল ৫ঃ৪৫ মিনিটে তাকরীম ফিনারেল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আয়াছ আহমদ (কাউন্সিলর) ও এলাকার মুসল্লিয়ানদের উপস্থিতিতে,মরহুমের জানাজা হয়। জাযানা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech