ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ ইং | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
কানাইঘাট প্রতিনিধি: এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হাফিজ ইফজাল আহমদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনীদের বিচারের দাবিতে শনিবার (১১ জুলাই) বিকেলে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যােগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ সুস্থ ও তরতাজা একজন মেধাবী ছাত্র তরুণ হাফিজ ইফজালকে দূর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ইফজাল হত্যার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ঘটনার কোন কূল-কিনারা হয়নি। অাগামী এক সপ্তাহের মধ্যে ময়নাতদন্ত রিপোর্টসহ হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের অাইনের অাওতায় নিয়ে অাসার অাহ্বান জানান। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইফজাল হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না জনতা। প্রয়োজনে কঠোর থেকে কঠোরতম অান্দোলন করা হবে।
রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য নুরুল হোসেন নিমারের সভাপতিত্বে এবং কানাইঘাট উপজেলা সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হোমায়েদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিলেট মেট্টোসিটি উইমেন্স কলেজের প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কানাইঘাট প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম অাহ্বায়ক মাওলানা ফারুক অাহমদ, তালবাড়ী জামেয়ার সহকারী শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি আসিফ আযহার, রাজাগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি ফখরুল ইসলাম বিপ্লব, রাজাগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক ফোরাম সেক্রেটারি শাহজাহান শাহেদ, শাবি শিক্ষার্থী মহিউদ্দিন জাবের, ছাত্রনেতা ইকরামুল হক জুনায়েদ, আল হেরা সেবাসংঘ লামাঝিংগাবাড়ীর সহ-সভাপতি হা. মাহমুদুর রহমান, ইমরান চৌধুরী, এফডিএনএল -এর যুগ্ম-সাধারণ সম্পাদক হামজা বিন আলী, আলোর নীড় সমাজকল্যাণ পরিষদ গাজীপুরের সভাপতি খলিলুর রহমান, কেএসএ -এর রাজাগঞ্জ শাখা সেক্রেটারি জাকের আহমদ, সহ-সেক্রেটারি হানিফ আহমদ প্রমুখ।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সমাজসেবী হাফিজ মাসুম আহমদ, এফডিএনএল -এর সভাপতি ফয়জুল হাসান চৌধুরী, সংবাদকর্মী জয়নাল আজাদ, জাহিদ হোসাইন রাহিন, মফিজুর রহমান নাহিদ, রাজাগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক ফোরাম সহ-সেক্রেটারি জহিরুল ইসলাম, মিডিয়াকর্মী তারেক আহমদ, রাইয়ান আহমদ, এনামুল করীম প্রমুখ।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech