ঢাকা ৫ই মার্চ, ২০২১ ইং | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
বড়লেখা প্রতিনিধি: অদ্য ১১ জুলাই রোজ শনিবার, বড়লেখা পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাঠবন্দ গ্রামের, ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার শামিম সাহেবের চাচাত ভাই,সাবেক ষাঠমা উচ্ছ বিদ্যালয়ের শিক্ষক, মাস্টার তবারক মিয়া(৬০) করোনা পজেটিভ নিয়ে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে গতরাত ১২.৩০ মিনিটের সময় মৃত্যবরণ করেন। সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব রত্ন জিৎ বিশ্বাস এর উপস্থিতিতে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর বড়লেখা উপজেলা শাখা মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করে। সকাল ১০টা থেকে দাফন কার্য শুরু হয়ে দুপুর ১২.৫০ মিনিট পর্যন্ত চলে। ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার জেলা সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়ার ইমামতিতে দাফন অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সভাপতি মাওঃ ফখরুল ইসলাম,মুফতি কলিমুল ইসলাম হাবিবী, মাও সিহাব উদ্দিন, হা.হোসাইন আহমদ,মাও আমিনুল ইসলাম, মোজাহিদুল ইসলাম মাছুম।
জানাযায় এবং জিয়ারতে শরীক হন মুফতি রুহুল আমিন খতিব বড়লোখা কেন্দ্রীয় জামে মসজিদ, মাও মনোয়ার হোসেন মাহমুদি
খতিব ইয়াকুব নগর জামে মসজিদ। ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার বড়লেখা উপজেলার সহসভাপতি মাওঃ মনসুর আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ।
এটা ইকরামুল মুসলিমীনে মৌলভীবাজারের ১১ তম দাফন-কাফন। এর আগে জুড়ী ২ টি, মৌলভীবাজার সদরে ২টি, শ্রীমঙ্গল উপজেলায় ৫টি, এবং কুলাউড়া উপজেলায় ১ টি এবং আজ বড়লেখা উপজেলায় ১ টি, দাফন-কাফনে অংশগ্রহণ করে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech