ঢাকা ১৬ই এপ্রিল, ২০২১ ইং | ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউস পাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার আওতাধিন শহর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ আলম। তার সঙ্গে ছিলেন এএসআই ধীমন বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন, পুর্ব লাইট হাউজ পাড়ার মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) ও ফাতেরঘোনার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ রাসেল (২১)।
অভিযানে নেতৃত্ব দেয়া শহর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ আলম বলেন, ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইয়াছিনের নির্দেশে উক্ত স্থানে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে আটক দু’জনের গতিবিধি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় জিজ্ঞাসাবাদে দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল আমিনের কাছ থেকে ইয়াবাগুলো কিনে নিয়েছেন বলে পুলিশকে স্বীকার করে আটককৃতরা।
পরে মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech