ঢাকা ৮ই মার্চ, ২০২১ ইং | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
এহসান উল্লাহ: দেশের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট-রাধানগর সাত কিলোমিটারের এ রোড ব্যস্ততম একটি সড়ক। বিখ্যাত পর্যটনকেন্দ্র রূপসীকন্যা জাফলং যাওয়ার সহজতর পথ হওয়ার সুবাদে প্রতিনিয়ত যাত্রিদের আনাগুনা থাকে। পনের দিনের ব্যবধানে পর পর দুবার বন্যার মুখে পড়ে নিজের অস্তিত্ব হারাতে বসেছে এ সড়ক। রাস্তার মধ্যখানে প্রায়ই বড় বড় গর্তের ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশ কিছুদিন থেকে। এমন পরিস্থিতে পাথরবাহী ট্রাকের মতো ভারী যানবাহন চলাচল যেন মরার উপর খারার ঘা। যত দিন গড়াচ্ছে ততই রাস্তা যাচ্ছে অবনতির দাকে। স্থানীয় জনগণের মুখে শুধু রাস্তায় কষ্টকর চলাচলের আর্তনাদ। জীবিকার তাগিদে প্রতিদিন হাজারও মানুষের যাতায়াতে যেন ফুটে উঠে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের দাবি।
জনপ্রতিনিধি ও প্রশাসনের সদয় অবগতির জন্যে এলাকাবাসীর সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। কিছুদিনের মধ্যেই প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এর প্রতি সুদৃষ্টি দিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদি এলাকার সর্বস্তরের জনগণ।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech