ঢাকা ৩রা মার্চ, ২০২১ ইং | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
এম নুর হোসাইন ফরাজী, মনপুরা উপজেলা প্রতিনিধি:মঙ্গলবার ভোর ৪টার দিকে ভোলা মনপুরা উপজেলার ২নং হাজির হাট ইউনিয়নের (৫ংওয়ার্ড) দাসের হাটের ফজলে করিম মুন্সি বাড়ীর আব্দুল মালেক (৪০) পানিতে পড়ে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিউন)। পরিবারের সাথে কথা বলে জানাযায়,মৃত আব্দুল মালেক (৪০) দীর্ঘ দিন (প্রায় ২০বছরের বেশি) তার ছায়া (মৃগী) রোগ ছিল। তাকে অনেক ডাক্তারী ও খনকারী করেছে।
সে ঔষধ সেবন করলে ভালো থাকে। ভোর রাতে ফজরের নামাজের জন্যে ঘুম থেকে উঠে এবং ঘরের সকলকেই নামাজের জন্যে জাগিয়ে দেয়।
তারপর সে নামাজের জন্যে অযু করতে পুকুরের ঘাটলায় যায়।পরবর্তীতে সেই ঘাটলায় মৃত ব্যক্তির স্বজনরা ফজরের নামাজের অযু করতে গিয়ে দেখে আব্দুল মালেকের গায়ের পাঞ্জাবী গাছের ডালের সাথে ঝোলানো অস্থায় আছে এবং তার জুতা পানিতে বাসিতেছে।
তখন মৃত ব্যক্তির ছোট ভাই আবুল কালাম
পানিতে নেমে বড় ভাই আব্দুল মালেককে নিয়ে উপরে উঠে আসে।
ততক্ষণে আব্দুল মালেক (৪০) শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা আরো জানতে পারলাম মৃত আব্দুল মালেক এর দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech