ঢাকা ১৩ই এপ্রিল, ২০২১ ইং | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০
নবী হোসেন, কক্সবাজার: কক্সবাজার পৌরসভার ৩৫০টি পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিল ইয়াছমিন আক্তার। ৩০ জুন সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন।
চাল গুলো পেয়ে এই পরিবার গুলো উপকৃত হয়েছেন। এমন দুর্দিনে কোন সহায়তা পেলে অসহায় পরিবার গুলো স্বর্তি ফিরে পায়।
ইয়াছমিন আক্তার বলেন, মাননীয় মেয়র মুজিবুর রহমানের নির্দেশে -করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দশ(১০) কেজি করে সাড়ে তিনশো(৩৫০) পরিবারের মাঝে চাল বিতরণ করলাম।
তিনি আরও বলেন, এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর যেসব উপহার এসেছে সব গুলো সঠিকভাবে জনগণের মাঝে বন্টন করেছি। সবাইকে সরকারি নির্দশনা মেনে চলারও তাগিদ দেন এই কাউন্সিলর। আপনারা ঘরে থাকুন ,সুস্থ থাকুন, আমি আসবো আপনাদের দরজায়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech