ঢাকা ৩রা মার্চ, ২০২১ ইং | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
নিজস্ব প্রতিবেদন:“প্রগতির অগ্রযাত্রায়”স্লোগানকে সামনে রেখে বিশ্বনন্দিত সমুদ্র জনপদ পর্যটন নগরী কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সংবাদ প্রতিদিন.কম (coxsbazarsangbadprotidin.com) অনলাইন পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশ-বিদেশ, জেলা-উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
coxsbazarsangbadprotidin.com পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন আহ্বান করা হচ্ছে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এর ধারাবাহিকতায় coxsbazarsangbadprotidin.com পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।
এ ক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করে, তথ্য ও সত্যকে আবিস্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন প্রত্যাশা করছি।
coxsbazarsangbadprotidin.com- এ আপনার প্রতিনিধিত্ব মূলত একটি স্বেচ্ছাশ্রমমূলক কাজ যার মাধ্যমে সমাজ ও জনকল্যাণমূলক কাজের প্রতিনিধিত্বের পাশাপাশি দেশের আপামর জনতার কাছে কক্সবাজার জেলা/উপজেলা/ক্যাম্পাসের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছাবে।
যোগ্যতা:
১। সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
২। বয়সসীমা ১৬ থেকে ৩৫ (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)
৩। উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৪। সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৫। সবার সাথে মিলেমিশে কাজ করার মনমানসিকতা থাকতে হবে।
৬। সাহসী ও চঞ্চল হতে হবে।
শর্তসমূহ:
১। কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। অফিসের নির্দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
৩/আপনার কর্মরত এলাকায় দৃষ্টির সামনে যে কোন ঘটনার সংগঠিত হওয়ার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৪। মাসে অন্তত দুটি জনদুর্ভোগের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
৫/ সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৬/ রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না।
৭/প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
৮/আগ্রহী প্রার্থীকে অবশ্যই নেশা ও মাদকমুক্ত হতে হবে।
৯/ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের শর্তসাপেক্ষে কর্ম দক্ষতার উপর coxsbazarsangbadprotidin.com এর আইডি কার্ড প্রদান করা হবে।
১০/ বিভিন্ন উৎসবের বিজ্ঞাপন সংগ্রহ করার মানসিকতা থাকতে হবে।
১১/ অফিসের বিভিন্ন সিদ্ধান্ত গুরুত্বসহকারে পালন করতে হবে।
১২/ নিজেদের প্রকাশিত নিউজ/জাতীয় সংবাদ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে, একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে ও পত্রিকাকে প্রচারবিমুখী করতে নিজেকে উদ্যোগে গ্রহণ করতে হবে।
১৩/ সংবাদ পাঠাতে হলে ওয়ার্ড ডকুমেন্টে SutonnyMJ ফ্রন্টে লেখা পাঠাতে হবে। পাশাপাশি সংবাদের ছবি পাঠাতে হবে।
নির্ভরযোগ্য তথ্য ছাড়া সংবাদ পাঠাবেন না।
১৪/ সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটনো যাবে না। সেই সাথে ইংরেজি শব্দের ব্যবহার বাঞ্জনীয় নয়। যদি পাঠান তা গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীর জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে-coxsbazarsangbadprotidin.com, লালদীঘি প্রধান সড়ক , এস আলম মার্কেট কক্সবাজার।
মোবাইল :01716-151050/ 01814-479270 অথবা cspnews24@gmail.com/ Morshedtanim270@gmail.com তে পাঠাতে পারেন।
বি:দ্র: coxsbazarsangbadprotidin.com পত্রিকা কোন গ্রুপ, কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হবে। পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।
মোরশেদ হোসাইন তানিম
সম্পাদক
কক্সবাজার সংবাদ প্রতিদিন.কম
morshedtanim270@gmail.com
01716151050
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech