ঢাকা ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০
সুপ্রিয় শিক্ষার্থীরা,কভিড-১৯, মহামারীর শুরুর দিকে স্কুল,কলেজ যখন বন্ধ হচ্ছিল তখন তোমাদের মনে আনন্দের ঝিলিক খেলে গিয়েছিল। অপ্রত্যাশিত ছুটি নিয়ে কত কিছু প্ল্যান করে ছিলে।
কিন্তু ৬-৭ দিনের ভেতর চরম তিক্ততা অনুভব করতে লাগলে। অনুভব করতে লাগলে কোন কিছুই আর ভালো লাগছে না। সামনে দুর্বিষহ অনিশ্চয়তা। সবাই ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো এইচএসসি২০ ব্যাচ।
চারপাশ থেকে শিক্ষকদের কাছে একই প্রশ্ন, আমরা কিভাবে পড়ব?
আসলে আমরা শিক্ষার্থী হিসেবে চাপ নির্ভর। ছোটবেলা থেকেই এভাবেই চলে এসেছে। চাপ আছে পড়ছি চাপনাই তো পড়াও নাই।
এই ধারণা থেকে বের হতে হবে। এতদিন শিক্ষকদের বকার ভয়ে পড়েছ,নিজের জন্য পড়ো নি। এবার নিজের জন্য পড়তে হবে। শেখার আনন্দ একবার পেয়ে গেলে তোমাকে আর পেছনে তাকাতে হবে না।
তোমার এতোদিনের করা
হাল কোনো সময়ই ছাড়বে না আগ থেকে আরো বেশি শক্ত করে ধরো
নোটগুলো রিভিশন দাও। প্রতিদিন পড়তে বসো। বইটা না হয় আবার নিজের জন্য একবার পড়লে।
শিক্ষকেরা নিজেদের মত করে চেষ্টা করছে, অনলাইনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাক ছাত্র-ছাত্রী তোমাদের জন্য রাত দিন পরিশ্রম করে বিনামূল্যে ক্লাস দিয়ে যাচ্ছে। আশেপাশে অনেকেই ইউটিউবে নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছে।
তবে অনলাইন ক্লাসে শিক্ষার্থীর আগ্রহ না থাকলে বিপদ।
মনে রাখবে, বিশ্বায়নের এই যুগে স্মার্টনেস হচ্ছে নিজেকে আপডেট রাখা।
শিক্ষক
সাজন চক্রবর্ত্তী
পড়াশোনা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech