ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ ইং | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
মোহাম্মদ রেজা খাঁন:মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের আওতাধীন ৯ নং ওয়ার্ডের বালিয়াটিলা গ্রামের প্রধান রাস্তার বেহাল দশা । এই সড়কে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ কাঁচা রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি বৃষ্টি হলেই একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। প্রচন্ড এ কাঁদায় চলতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। অনেক গাড়ি চলাচলের কারণে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই বাধ্য হয়ে এলাকাবাসী রাস্তাটি ব্যারিকেড দিয়েছেন। গাড়ি চলাচল করতে না পারায় অসুস্থ রোগীদের হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে নিয়ে যেতেও অসুবিধা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করে রাস্তাটি সংস্করণ এবং পাকাকরণের জোর দাবী জানান।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech