ঢাকা ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
জাহিদ হাসান,ছাতক উপজেলা প্রতিনিধি: ছাতক উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরনকারী চতুর্থ ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করলো ভাতগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম।
আজ ২৬জুন রোজ শুক্রবার ছাতক উপজেলাধীন ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হায়দরপুর সুনামধন্য প্রবীণ শিক্ষক মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ও হায়দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব ইমদাদুল ইসলাম (দরাজ মাস্টার) আজ সকালে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে মৃতু্বরণ করেন।
ছাতক উপজেলার শ্রদ্ধেয় Uno Chhatak স্যারের নির্দেশে ভাতগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক টিম উক্ত মৃত ব্যক্তির গোসলসহ কাপন- দাফন সম্পন্ন করে।
সেচ্ছাসেবক টিমের সার্বিক সহযোগিতায় ছিলেন জাউয়া পুলিশ ক্যাম্পের প্রশাসনিক টিম।
সেচ্ছাসেবক টিমের এক সদস্য বলেন- আমাদের ভাতগাঁও ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এটি প্রথম ব্যক্তির দাফন ছিল। তবে ইতোপূর্বে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের করোনা উপসর্গ নিয়ে আরো একজন মৃত ব্যক্তির দাফপ-কাপনেও আমাদের টিমের সদস্যরা অংশ গ্রহণ করেছিল।
তিনি আরো বলেন- করোনা ভাইরাসের এই সংকটপূর্ণ সময়ে মানবতা অনেকটা বিপন্নপ্রায়। বর্তমান সিচুয়েশনে করোনাক্রান্ত ব্যক্তির দাফন-কাফনের মানুষের অভাব পরিলক্ষিত হচ্ছে! এমন সংকটপূর্ণ সময়ে মানুষ এবং মানবতার পাশে দাঁড়াতে পেরে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন- কাপনে অংশ গ্রহণ করতে পেরে আমাদের ভাতগাঁও সেচ্ছাসেবক টিমের সদস্যরা কিছুটা হলেও মানবতার সেবা করতে পেরে আনন্দবোধ করছি। আল্লাহতালা যেন করোনাক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদেরকে শহিদী মর্যাদা দান করেন। এবং তাদেরকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে করেন।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech