ঢাকা ১৬ই এপ্রিল, ২০২১ ইং | ৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২০
এইচ এম জিয়াউর রহমান: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী গতরাত বেলা আড়াইটায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন ৷
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ ও জেনারেল সেক্রেটারি হুজাইফা ইবনে উমর।
গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় তাঁরা বলেন, আল্লামা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী ইসলামের নিবেদিতপ্রাণ খাদেম ছিলেন ৷ আধ্যাত্মিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন ৷ সুন্নতের পূর্ণ অনুসরণ করতেন ৷ লাখো মানুষের ধর্মীয় রাহবার ছিলেন ৷ তার বর্ণাঢ্য জীবনে দেশ ও জনগণের সেবায় অসমান্য অবদান রেখেছেন ৷ বিশেষত সিলেট বিভাগের ইসলামী সমাবেশসমূহে তার বয়ান ও দোয়ায় লাখো মুসলমান সমবেত হতেন ৷
জমিয়তের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ আদর্শিক সংগ্রামে আপোসহীন ছিলেন ৷ সুনামের সাথে সিলেটের দারুস সুন্নাহ গলমুকাপন জামিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন ৷
আমরা তার ইন্তেকালে গভীরভাবে শোকাহত ৷ মরহুমের মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পকিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech