ঢাকা ৮ই মার্চ, ২০২১ ইং | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
এইচ এম মাসুদ
হে বোন, তুমিও পারো তার মতো উৎসাহী ও প্রাণবন্ত।
নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষদের মতো নারীদেরকেও ইসলামের দিকে আহ্বান করেছেন। পুরুষদের ন্যায় নারীদের নিকটও হাদিস বর্ণনা করেছেন।
প্রতিদান ও শাস্তির ক্ষেত্রেও নারী-পুরুষ সমান।
তাই তো আল্লাহ তাআলা বলেছেন –
من عمل صالحا من ذکر او انشی وهو مٶمن فلنحیینه حیاة طیبة ولنجز ینهم باحسن ماکانو یعملون؛
অর্থ: যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব,যা তারা করত।
(সূরা নাহল, আয়াত ৯৭)
মানবাধিকার ক্ষেত্রেও নারী-পুরুষ সমান।
স্বামী প্রত্যেকের একের উপর রয়েছে অন্যের অধিকার।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- ‘জেনে রেখো, নারীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপরও রয়েছে নারীদের অধিকার।।
ভোলা জেলা, প্রতিনিধি।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech