ঢাকা ৬ই মার্চ, ২০২১ ইং | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
মোহাম্মদ জাবির হুছাইন চৌধুরী:গতকাল সোমবার সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা গ্রামে লালন মিয়া নামে একজন করোনা রোগী সিলেটের শামসুদ্দিন হাসপাতালে মারা যান। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউ এন ও মহোদয় তাক্বওয়া ফাউন্ডেশন সুনামগঞ্জের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করেন এবং মৃত লালন মিয়ার দাফন করার জন্য আহবান করেন। তাক্বওয়া ফাউন্ডেশন সুনামগঞ্জ ব্রাদার্স টিম দাফন-কাফন করবে বলে ইউ এন ও মহোদয়কে আশ্বস্ত করেন এবং যথাসময়ে তারা পৌছবেন বলেও জানান।
তাক্বওয়া ফাউন্ডেশন সুনামগঞ্জ থেকে ৫ সদস্যের একটি কাফেলা গিয়ে মৃতকে ইসলামি বিধি অনুযায়ী গোসল ও দাফন-কাফন করেন। ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে আজকের দাফন কাজে অংশগ্রহণ করেন-
সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক, জামেয়া মাদানিয়া সুনামগঞ্জের শিক্ষক হাফিজ মাওলানা হাম্মাদ আহমাদ,
হাসননগর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক তসদ্দুক
মাওলানা মাহবুব হাসান
হাফিজ মাওলানা খিজির আহমাদ
মাওলানা আম্মার আহমাদ
ও মরহুমের ভাগ্না যুব জমিয়ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউ এন ও মহোদয়, আইন শৃংখলা বাহিনী এবং মৃতের অন্যান্য আত্মীয়-স্বজন।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech