ঢাকা ৫ই মার্চ, ২০২১ ইং | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
কক্সবাজার ডেস্ক:.কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে পুলিশ পরিদর্শক জনাব মানস বড়ুয়া, জেলা গোয়েন্দা শাখা, কক্সবাজার এর নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশের একটা দল কক্সবাজারের রামুথানাধীন গর্জনীয়া এবং পার্শ্ববর্তী এলাকায় অভিজান চালিয়ে ১,৮০,০০০ (এক লাখ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার সহ তিন( ০৩)জনকে আটক করেন।
ধৃত আসামীঃ
০১। আব্দুর রশিদ(২৬), পিতা-আব্দুল মোতালেব, মাতা-মৃত খদিজা বেগম, স্ত্রী-ফাতেমা বেগম, সাং-আমতলী পাড়া, ০৩নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম,
০২। মাহমুদা বেগম(৪১), স্বামী-মৃত মোঃ ইসলাম, পিতা-গুরা মিয়া, মাতা-মৃত জেবুন্নেসা, সাং-জারুলিয়াছড়ি, ০৪নং ওয়ার্ড, ০৪নং দোছড়ি ইউপি, উভয় থানা-নাইক্ষ্যংছড়ি, সর্বজেলা বান্দরবান।
০৩। এনামুল হাসান(২২) (রোহিঙ্গা), পিতা-মকতুল হোসেন, মাতা-শাহিদা বেগম, সাং- 1-W. F Block-15, লম্বাশিয়া, কুতুপালং, উখিয়া, কক্সবাজার।
উদ্ধারকৃত আলামতঃ
০১। ১,৮০,০০০ (এক লাখ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকভার মোটর সাইকেল।
বর্তমান চারদিকে যখন করোনা সংকটের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় ঠিক এমন সময় ও ইয়াবা ব্যবসায়ীরা থেমে নেই। প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করায় কক্সবাজার জেলা প্রশাসনকে কক্সবাজারের সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech