ঢাকা ৬ই মার্চ, ২০২১ ইং | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
নড়াইলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর করতে দিনরাত খেটে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার তার শাশুড়িই করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফির শ্যালিকার মেয়েও।
মাশরাফির স্ত্রী সুমনা হকের মা হোসনে আরার নমুনায় মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। সুমনা হকের ছোট বোন ও হোসনে আরার মেয়ে রিপার কন্যাসন্তান আগামীর নমুনায়ও করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।
মাশরাফির স্ত্রীর পরিবারে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে নড়াইলের সিভিল সার্জন আবদুল মোমেনের উদ্বৃতিতে বলা হয়েছে, ‘গত শনিবার তার (মাশরাফির শাশুড়ি) করোনা নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রোববার রাতে সাংসদ মাশরাফির শাশুড়ির রিপোর্ট পজিটিভ এসেছে। বতর্মানে তিনি বাড়িতেই চিকিৎসাসেবা নিচ্ছেন।’
নড়াইলকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যক্তি উদ্যোগে তার গৃহীত নানা পদক্ষেপে সংকটপূর্ণ এই সময়ে অভূতপূর্ব সহায়তা পাচ্ছেন জেলার মানুষ। নিজের গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে মাশরাফি নিশ্চিত করেছেন সব শ্রেণি-পেশার মানুষের চিকিৎসাসেবা।
স্ত্রীর পরিবারে করোনার হানায় স্বভাবতই খানিকটা বিচলিত মাশরাফি। রবিবার (১৪ জুন) রাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্ধারিত অনলাইন সভায়ও অংশ নিতে পারেননি।
নড়াইলে এখন পর্যন্ত ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮ জন চিকিৎসকসহ ২৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মাশরাফির নানা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ আহমেদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যিনি ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
(bdcrictime)
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech