ঢাকা ৮ই মার্চ, ২০২১ ইং | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০
আবু তালহা তুফায়েল: ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
আজ (১৪ জুন) রোববার এক শোকবার্তায় ভাইস চেয়ারম্যান বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ গওহরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআন হিফজের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। এরপর তিনি দেওবন্দী সিলসিলার সুবিখ্যাত এই মাদ্রাসার কিতাববিভাগেও পড়াশোনা করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় সর্বোচ্চ সনদধারী ছিলেন। তিনি আইনের উপরও পড়া শোনা করেছেন।
ভাইস চেয়ারম্যান বলেন, মরহুম ধর্ম প্রতিমন্ত্রী আলেম-উলামা ও ধার্মিক মানুষদেরকে ভালবাসতেন। তিনি সজ্জন ও সদালাপী ছিলেন এবং সহজেই মানুষের সাথে মিশে যেতেন। ধর্ম সংশ্লিষ্ট যে কোন বিষয়ে তিনি আলেমদের সাথে পরামর্শ করতেন এবং আলেম-উলামাগণও মন খুলে তাঁর সাথে কথা বলার সুযোগ পেতো। তাঁর ইন্তিকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
শোকবার্তায় মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, আল্লাহ্ রাব্বুল আ’লামীন মরহুম ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’কে মাগফিরাত দান করুন এবং তাঁর উত্তম আমালসমূহ কবূল করে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদের সকলকে এই কঠিন বেদনাকাতর শোকে সবরে-জামিল অবলম্বনের তাওফিক দান করুন।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech