ঢাকা ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০
মাহদী জাকির: ভোলার চরফ্যাশন উপজেলা চেয়ারম্যানসহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্ত ১১ জন আইসোলেশনে রয়েছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের হিসাব সহকারিসহ ভোলা সদর উপজেলায় ২ জন, দৌলতখান উপজেলায় ১ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৪ জন, লালমোহন উপজেলায় ৩ জন ও চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৬ জনে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। মৃত দু’জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ৫২ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ১৩ জন। দৌলতখানে আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১২ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ১৪ জনের মধ্যে সুস্থ ১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় ২ জন আক্রান্তের মধ্যে সুস্থ ২ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।
এদিকে, সিভির সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৫৮৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ১০৭ জনের। এর মধ্যে ২ হাজার ২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮৬ জনের পজেটিভ আসে।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech