ঢাকা ৫ই মার্চ, ২০২১ ইং | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০
মাওলানা ফাহাদ হোসাইনঃ-গতকাল ৮-৬-২০ইংরেজি রোজ-সোমবার সৌদী আরব সময় ১০ ঘটিকা থেকে কানাইঘাটের সামাজিক জনকল্যাণ মূলক সংগঠন
“প্রকাস কল্যাণ ট্রাস্ট “র কার্য্যকারী কমিটির আলোচনা সভা সংগঠনের আহবায়ক জনাব মাওলানা রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে, সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম সাতবাকীর পরিচালনায় মাওলানা ফাহাদ হোসাইন’র কালামুল্লাহর তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত সভায় টেলিকন্ফারেন্সে আলোচনায় অংশ গ্রহণ করেন আহবায়ক কমিটির সদস্য মাওলানা রেজওয়ানুল করীম সাহেব , মাওলানা আলিমুদ্দিন সাহেব, মাওলানা সাদিকুর রাহমান সাহেব,
প্রচার সচিব মাওলানা ফাহাদ হোসাইন,
মাওলানা আব্দুস শহিদ সাহেব,
মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম, হাফিজ তাজ উদ্দিন।সকলের সুচিন্তিত মতামতের মাধ্যমে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয় ।
এতে বাংলাদেশ থেকে টেলিকন্ফারেন্সে দিক নির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন: সংগঠনের উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন ও মুফতি ইবাদুর রাহমান ক্বাসিমী ।
সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্যে এবং মাওলানা আব্দুস শহিদ সাহেবের দোওয়ার মাধ্যমে সভার সমাপ্ত হয়।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech