ঢাকা ২৪শে জানুয়ারি, ২০২১ ইং | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০
শাইখুল হাদীস আল্লামা শিহাবুদ্দীন রাহ.। একটি নাম। একটি ইতিহাস। একটি চেতনার বাতিঘর। একটি উজ্জ্বল নক্ষত্র। ইলমে নববীর একটি জীবন্ত প্রতিচ্ছবি। আলোর দিশারী। বৈচিত্র্যময় গুণাবলি সম্পন্ন একজন মহান ব্যক্তিত্ব। যাঁর বিরল প্রতিভায় বিমোহিত সকল। সর্বমহলে সমাদৃত ও প্রশংসিত উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ। কর্মজীবনের সূচনা থেকেই ছিলেন শাইখুল হাদীসের মসনদে আ সীন। ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া রেঙ্গার দীর্ঘ ৫০ বছরের অধিক সময়ের শাইখুল হাদীস। খেদমতে খালকে ছিলেন দৃঢ়প্রত্যয়ী। নিরলস পরিশ্রমী। সত্যের নির্ভীক সৈনিক। বর্ণাঢ্য জীবনের পরতে পরতে রয়েছে তাঁর সাফল্যের সাক্ষর। উস্তাযুল অাসাতিজা ওয়াল মুহাদ্দিসীন। স্বমহিমায় উজ্জ্বল প্রকৃত নাইবে নবী। তিনি ছিলেন বিনয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সাদামাটা জীবন আমাদের জন্যে শিক্ষা।
মহান এ মনীষীর জন্ম হয়েছিলো সিলেটের কানাইঘাট উপজেলার চতুল ইউনিয়নের পর্বতপুর গ্রামে। ১৯৪৮ খ্রিষ্টাব্দে। পিতার নাম মাওলানা নেছার অালী রাহ.। মাতার নাম অালেমা অায়েশা বেগম রাহ.। পিতা-মাতার পরশে থেকে সত্য, ন্যায় ও ইনসাফের কঠিন অধ্যায়গুলো আত্মস্থ করেছিলেন তিনি।
শৈশবকাল থেকেই তাঁর মধ্যে অাবৃত ছিলো
দ্বীনি শিক্ষা অর্জনের তৃষ্ণা। ছাত্র জীবনের পুরোটা সময় ছিলো কৃতিত্বে ভরপুর। অধিকাংশ
ক্লাসে প্রথম স্থান অধিকার করে অনন্য নজির
স্থাপন করেছিলেন। অামল-অাখলাক ও সুন্নাতি
লেবাছের কারণে উস্তাদেরা তাঁকে খুব মহব্বত
করতেন। দাওরায়ে হাদীস অধ্যায়নরত অবস্থায় জামেয়া রেঙ্গা থেকে তাঁকে শাইখুল হাদীসের প্রস্তাব দেওয়া হয়। তখন দারুল উলূম হাটহাজারী’র বর্তমান মুহতামিম শাইখুল ইসলাম অাল্লামা শাহ আহমদ শফির নির্দেশে ১৩৯০ হিজরীতে এ জামেয়ার শাইখুল হাদীস নিযুক্ত হোন। ১৩৯০ হিজরী ১৯৬৯ ঈসায়ী থেকে সুদীর্ঘ ৫০ বছর শাইখুল হাদীসের পদে অবিরাম খেদমত অাঞ্জাম দিয়েছিলেন তিনি। তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল। উদারমনা। নিরহংকারী। সর্বসাধারণের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। তাঁর সম্মানিত পিতা-মাতা অনেক স্বপ্নের মাধ্যমে রহমতে আলম, নবীয়ে আকরম সাল্লাল্লাহু অালাইহি ওয়া সাল্লামাকে দেখেছেন। তাঁর সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছেন তাঁরা। সে সব স্বর্ণমানবের প্রতিচ্ছায়া হয়ে ওঠেন আত্মাধিক জগতের সূর্য অাল্লামা শায়েখ শিহাব উদ্দীন রাহ.।
গত বছর ১ জুন ২০১৯, রাত ২টা। সিলেটের আকাশে নেমে আসে ঘুর আধার। চারদিক নীরব। নিস্তব্ধ। কি যেনো একটা হতে যাচ্ছে! হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। স্থানীয় হাসপাতালে কিছু চিকিৎসা নেন। এরই মধ্যে ডাক অাসে মাওলায়ে হাকিকির থেকে। নিজ বাড়িতেই অামাদের এতিম করে অদেখা জগতে চলে যান তিনি। মূহুর্তেই বিদ্যুৎগতিতে চতুর্দিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। শোকের সাগরে ভাসতে থাকে আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও ভক্তমহলসহ লাখো
শুভাকাঙ্ক্ষী। মুহাদ্দিস সাহেব রাহ.। তিনি থাকবেন অমর যুগ-যুগান্তরে, দীপ্ত রবে মোদের অন্তরে।
লেখকঃ- মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ
সম্পাদক,ইত্তেহাদ টাইমস
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech