ঢাকা ২০শে জানুয়ারি, ২০২১ ইং | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০
সিরিয়ার ইদলিবে স্থানীয় জনসাধারণকে দূর্ভিক্ষের দিকে ঠেলে দিতে ইদলিব ও আলেপ্পোতে বেসামরিকদের দ্বারা চাষ করা ফসল পুড়িয়ে দিচ্ছে আসাদ বাহিনী এবং ইরান সমর্থিত বিদেশি সন্ত্রাসীরা। খবর আনাদোলু এজেন্সি’র।
স্থানীয় সূত্রে জানা গেছে, তপ্তানজ শহরে মর্টার হামলা চালিয়ে সেখানকার শস্য ক্ষেতে আগুন ধরিয়ে দেয় ইদলিবের উত্তর-পূর্বে অবস্থিত ঘাঁটিতে অবস্থানরত আসাদ সরকার বাহিনী।
স্থানীয় কর্মকর্তা মুনির হাতিব বলেন, সরকারী বাহিনী আলেপ্পোর পূর্বদিকে মাঠগুলিতে বোমা ফাটিয়ে ফসলের জমিতে আগুন ধরিয়ে দেয়। এসময় ক্ষেতে কাজ করা অবস্থায় কয়েকটি ফসল কাটার মেশিন ধ্বংস হয়ে যায়।
তিনি বলেন, ‘এই হামলাগুলি বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার উদ্দেশ্যে করা হয়েছে’।
সামরিক বাহিনী সাধারণত গ্রীষ্মের মৌসুমে বিরোধী-অধীন অঞ্চলে বসবাসকারী নাগরিকদের কঠিন পরিস্থিতিতে ফেলার চেষ্টায় চাষাবাদ করা জমিতে আক্রমণ করে।
উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে ইদলিবের দশ হাজার হেক্টর জমিতে চাষ করা গম এবং যব জ্বালিয়ে দিয়েছিলো আসাদ সরকার বাহিনী ও এর মিত্ররা।
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech