ঢাকা ১৩ই এপ্রিল, ২০২১ ইং | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০
মোহাম্মদ ওসমান গনি হাসান
কী নির্মম নিয়তি আমাদের!
আজ সোজা পথে হাঁটাটাও যেন ভীতিকর।
বিধাতার লীলাখেলায় প্রকৃতির নিয়মে নেমেছে অভিশাপ। পাড়া-মহল্লায়, গ্রাম-শহরবন্দরে, দেশ দেশান্তরে, দেখছি আর শুনছি স্বজন হারানোর বেদনায় করুণ আর্তনাদের সুর।
কী নির্মম নিয়তি আমাদের!
আজ আর পিতা আদর করে প্রিয় সন্তানকে টানে না বুকে, পরম মমতাময়ী গর্ভধারনী মা একমুঠো দুধ মাখা ভাত তুলে দেয় না মুখে, অতি আদর ও ভালোবাসার ভাই বোনও কাছে আসে না,
কারণ আমার ভুলে, আমাকে গিলে খেয়েছে অভিশাপ রুপী ভাইরাস করোনা।
কী নির্মম নিয়তি আমাদের!
কী ছিল? কী হলো? কী হবে আমাদের আগামী?
অদৃশ্য অভিশাপে লাশের বহরে সাজিতো হলো আমার জন্মভূমি। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, আবারও মেঘহীন নীল গগণে রক্তিম সূর্য উদিত হবে নতুন ভোরে।
লেখক: প্রতিবেদক, জনকল্যাণ২৪
প্রধান উপদেষ্টা: এড. শাহীনূর পাশা চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: আব্দুল গাফফার
সম্পাদক: মাসুম আল মাহদী
নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ সালমান
বার্তা সম্পাদক: ফরিদ আহমদ ফেরদাউস
অফিস: ৩য় তলা রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট
ইমেইল: news.jonokollan24@gmail.com
ফোন: 008801719291430
Design and developed by syltech